আসসালামু আলাইকুম, কুইজ খেলো তে আপনাকে স্বাগতম। কুইজ খেলো হলো একটি কুইজ এপস, যেটি মূলত তেজগাঁও কলেজ এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ১৩ তম ব্যাচের প্রথম বর্ষের "সেকশন-বি এর" একদল শিক্ষার্থীদের দ্বারা তৈরী। ২০২৩ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আয়োজিত সাইন্স ফেয়ার এর প্রজেক্ট হিসেবে এটি বানানো হয়। যা পরবর্তীতে আমরা জাস্ট কোনো প্রতিযোগিতার বিষয়বস্তুতে সীমাবদ্ধ না রেখে আরো বড় পরিসরে সকলের জন্য বানানোর পরিকল্পনা নিয়েছি।
এই এপস মূলত যেকোনো টপিকস এর কুইজ খেলার জন্য, যেখানে একজন ব্যবহারকারী যেকোনো বিষয় এর উপর কুইজ খেলতে পারবে। কুইজ শেষে সে তার ফলাফল দেখতে পারবে। ভুল, সঠিক, উত্তরহীন, সফলাতার হার, মোট সময়, নিজের র্যাংকিং ও অন্য সকল প্রতিযোগীর র্যাংকিং, লিডারবোর্ডসহ আরো অনেক ফিচার রয়েছে। আবার এখানে লাইভ কুইজ ও খেলা যাবে, যেখানে বিজয়ীদের জন্য থাকবে প্রতিটি লাইভ কুইজ এর শেষে রিওয়ার্ড। এমনকি আপডেটকৃত ভার্সন এ কুইজ চ্যালেঞ্জ আকারেও খেলা যাবে।
আমরা পরবর্তীতে ধাপে ধাপে আরো উন্নয়ন করবো আমাদের এই এপস এর। আপনি চাইলে আমাদের টীমে যোগদান করতে পারেন এবিং খুব সহজেই ও আপনার অসামান্য প্রতিভার ছাপ রাখতে পারেন আপনার মেধা, সময় ও পরিশ্রম দিয়ে। সেজন্য আপনাকে জাস্ট রেজিষ্ট্রেশন করতে হবে, এরপর আমরা আপনার সাথে যোগাযোগ করবো।
বিঃদ্রঃ যদি আমাদের এই এপস ব্যবহারকালে আপনি কোনো প্রকার ভুল, তথ্য বিকৃতি, সংযোজন, বিয়োজন বা সংশোধন করার প্রয়োজন হয় আর যদি তা আপনার চোখে ধরা পড়ে, অনুগ্রহ পূর্বক আমাদের জানাবেন। আমরা আপনার আপনার এই মতামতকে যথাযথভাবে মূল্যায়ন করে অতি দ্রুত সংশোধন করবো। আর আশা করছি আগামী দিনগুলোতেও সকল শুভানুধ্যায়ীদের কাছ থেকে প্রয়োজনীয় মতামত প্রদান অব্যাহত থাকবে।